দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

স্কুলের পরিকাঠামো থেকে পরিবেশ-পরিস্থিতি জানতে এবার হবে সমীক্ষা

July 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষকদের স্কুলে অনুপস্থিতির প্রেক্ষিতে চালু কথা হল, ‘উনি স্কুলের কাজে শিক্ষাদপ্তরে গিয়েছেন’। এই মিথ ভাঙতে এবার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের পরিকাঠামো থেকে পরিবেশ-পরিস্থিতি জানতে এবার সমীক্ষার সিদ্ধান্ত নিল হুগলি জেলা পরিষদ। বুধবার জেলাজুড়ে ওই সমীক্ষা শুরু হয়েছে। এনিয়ে মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও জেলার শিক্ষাদপ্তরের কর্তারা। তারপরেই বুধবার সমীক্ষা ও সরেজমিন তদন্তের কাজ শুরু হয়েছে। শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, এজন্য স্কুলের সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য নথিবদ্ধ করার পাশাপাশি রিয়েলটাইম ভিডিওগ্রাফি ও ছবি তোলার কাজও করা হবে। প্রাথমিকভাবে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও কমিটির তরফেই ওই কাজ করা হবে।

শিক্ষক যে অফিসে গিয়েছেন বলা হবে, সেখানে ফোন করে যাচাই করা হবে তিনি অদৌ গিয়েছিলেন কি না। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় অবশ্য বলেন, কোনও শিক্ষককে অবিশ্বাস করা আমাদের কাজ নয়। সার্বিকভাবে জেলার শিক্ষার পরিবেশ ও পরিকাঠামো উন্নত করার জন্য পদক্ষেপ করা হচ্ছে। আমরা সমস্ত স্কুলের বাস্তব তথ্য হাতের কাছে রাখতে চাইছি, যাতে স্কুলের পরিকাঠামো ও পরিবেশ উন্নত করতে দ্রুত পদক্ষেপ করা যায়। জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, স্কুলের নতুন শ্রেণিকক্ষ নির্মাণ থেকে শৌচাগার তৈরি, সীমানা প্রাচীর থেকে পানীয় জল, সমস্ত পরিকাঠামো সুগঠিত করার নীল নকশা আমরা তৈরি করছি।

জেলা পরিষদের শিক্ষাবিভাগ সূত্রে জানা গিয়েছে, স্কুলের পরিবেশ ও পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ সম্প্রতি কর্তাদের নজরে এসেছে। তারপরেই মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়। সেখানে জেলার সমস্ত স্তরের শিক্ষাকর্তা ও ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষদের তলব করা হয়েছিল। সেই বৈঠকেই বাস্তব অবস্থা জানার জন্য পদক্ষেপ করা প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hoogly, #School, #Teacher

আরো দেখুন