খেলা বিভাগে ফিরে যান

কোপায় ইতিহাস গড়ে সেমিফাইনালে মেসিদের মুখোমুখি কানাডা

July 6, 2024 | < 1 min read

মেসিদের মুখোমুখি কানাডা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগের দিন ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ চারে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আজ মাঠ নেমেছিল কানাডা ও ভেনেজুয়েলা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ফল আসেনি নির্ধারিত ৯০ মিনিটে।

১-১ গোলে সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। টাইব্রেকারে নায়ক কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপেউ। তিনি ভেনেজুয়েলার দু’টি পেনাল্টি বাঁচিয়ে দেন। তাতেই সেমিফাইনালে ওঠার রাস্তা পাকা হয়ে যায় কানাডার। এ বার সামনে আর্জেন্টিনা। তাদের আগে ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথমবারের মতো খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার সর্বশেষ নজির গড়েছিল হন্ডুরাস।

TwitterFacebookWhatsAppEmailShare

#semifinal, #Copa America 2024, #Argentina, #Canada, #Copa America

আরো দেখুন