খেলা বিভাগে ফিরে যান

#EuroCup24: কোয়ার্টার ফাইনালে জয় স্পেন ও ফ্রান্সের

July 6, 2024 | < 1 min read

কোয়ার্টার ফাইনালে জয় স্পেন ও ফ্রান্সের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও জার্মানি।

খেলার প্রথমার্ধ ০-০ থাকে। কোনও দলই গোল করতে পারেনি । দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় স্পেনের Olmo প্রথম গোল করেন। ৮৯ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল শোধ করেন Wirtz। এক্সট্রা টাইমের ১১৯ মিনিটে গোল করেন স্পেনের Merino। ১২০+৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখে স্পেনের Carvajal। ২-১ গোলে ম্যাচ জিতে নেয় স্পেন।

আজ আরেকটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পর্তুগাল ও ফ্রান্স। গোটা ম্যাচ গোল শূন্য থাকে। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। পেনাল্টিতে ৫-৩ পর্তুগালকে পরাজিত করে ফ্রান্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#Germany, #france, #Spain, #Euro Cup, #Portugal, #Euro Cup 2024

আরো দেখুন