← রাজ্য বিভাগে ফিরে যান
বাড়িতে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়াকে অনেকটাই সরলীকরণ করা হয়েছে। যাঁরা ড্রাইভিং লাইসেন্স করানোর কথা ভাবছেন, তাঁদের জন্য সুখবর! লাইসেন্সের জন্য এবার থেকে আর কাউকে সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে (আরটিও) গিয়ে পরীক্ষা দিতে হবে না। ইচ্ছুক ব্যক্তিরা সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নতুন নিয়মাবলি। সূত্র মারফৎ জানা যায়, এখন থেকে একমাত্র পরিবহণ দপ্তরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানালে, তবেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।