রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, জলমগ্ন উত্তরবঙ্গ

July 6, 2024 | < 1 min read

নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড়ে ফের মুষলধারে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ধুপগুড়ি। ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। জল জমেছে ধূপগুড়ি বাজারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রথযাত্রায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- এর প্রতিটা জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #rainfall, #West Bengal, #North Bengal, #Rain

আরো দেখুন