রাজ্য বিভাগে ফিরে যান

১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কত বাহিনী থাকবে নিরাপত্তার দায়িত্বে?

July 8, 2024 | < 1 min read

কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার নিরিখে এবারের লোকসভা ভোট রেকর্ড গড়বে বাংলা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা ও মানিকতলা; আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উপনির্বাচন নিয়েও তৎপর নির্বাচন কমিশন। নিরাপত্তা নিয়ে কোনও খামতি যাতে না-থাকে, তা প্রস্তুতি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চার বিধানসভা উপনির্বাচনের জন্য বাংলায় থাকছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে আরও অতিরিক্ত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাগদায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও মানিকতলায় রাখা হচ্ছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১৪ কোম্পানি, বিএসএফ ১৯ কোম্পানি, সিআইএসএফ ১০ কোম্পানি, আইটিবিপি ১৪ কোম্পানি ও এসএসবি ১৩ কোম্পানি। প্রসঙ্গত, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে লড়েন। বাগদা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসও ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হন। তাই তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পর দীর্ঘদিন ধরে আইনি জটে নির্বাচন আটকে ছিল। এবার সেখানেও উপ নির্বাচন হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#By Election, #Maniktala, #bagda, #West Bengal, #raiganj

আরো দেখুন