পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

পুরীর পরে টান পড়ে মহিষাদলের রথের রশিতে, রথযাত্রা শুরু করেন রাজা

July 8, 2024 | < 1 min read

পুরীর পরে টান পড়ে মহিষাদলের রথের রশিতে, রথযাত্রা শুরু করেন রাজা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মহিষাদল রাজবাড়ির শতাব্দী প্রাচীন রথযাত্রা উপলক্ষ্যে রবিবার মানুষের ঢল নামল। রীতি মেনে পুরীর রথটানা শুরুর পরেই মহিষাদলের রথের রশিতে টান পড়ে। মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদনগোপাল জিউ সকালেই স্নান ও ভোগ নিবেদনের পর প্রথমে রথে চাপেন। তারপর একে একে রথে ওঠেন জগন্নাথ এবং বলরাম। নানান প্রান্ত থেকে আসা বহু মানুষ মহিষাদলের রথতলায় এসে ভিড় করেন। দুপুর অবধি দেবতারা রথেই বিশ্রাম নেন। রাজবাড়ি থেকে পালকি চড়ে বিকালে রথতলায় আসেন রাজা।

মহিষাদলের রাজা হরপ্রসাদ গর্গ রথের রশিতে টান দিয়ে রবিবার রথযাত্রা আরম্ভ করেন। হাজার হাজার মানুষ রথের রশিতে টান দেন। রবিবার সকাল থেকে দর্শানার্থী এবং ভক্তদের পোলাও ভোগ বিতরণ করা হয়েছে। ২০০ কেজি চালের পোলাও প্রায় ৩০ হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয়। গুণ্ডিচাবাটিতে আগামী কয়েকদিন পোলাও ভোগপ্রসাদ দেওয়া হবে। মহিষাদলে গুণ্ডিচাবাটি মাসির বাড়িতে রাজভোগ খেয়ে আগামী কয়েকদিন কাটাবেন জগন্নাথদেব এবং রাজবাড়ির কুলদেবতা মদনগোপাল জিউ। পোলাও, ফ্রায়েড রাইস, পনির, সন্দেশ, গোবিন্দভোগ চালের পায়েস ইত্যাদি রাজকীয় ভোগ জগন্নাথদেবকে নিবেদন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mahisadal, #ratha jatra, #mahisadal raj bari, #ratha jathra 2024

আরো দেখুন