উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনের পর থেকে কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত

July 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটি কোচবিহারে হেরেছে বিজেপি। আর তারপরেই ভাঙন শুরু হয়েছে গেরুয়া শিবিরে। এবার অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শুভ্রা সরকার পঞ্চায়েত সদস্য সরস্বতী দাস, বিন্দু রানী দেবনাথ সহ মোট তিন জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

রবিবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলিয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওই গ্রাম পঞ্চায়েতের ৪ জন বিজেপি পঞ্চায়েত সদস্য শনিবার রাতে এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন। ফলে আরও একটি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Coochbehar, #politics, #Joining, #bjp

আরো দেখুন