১৭ দিনে এক ডজন সেতু বিপর্যয়! বিহার বিভীষিকাময়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক সেতু ভেঙে পড়ছে বিহারে, বিহারের সেতুগুলো কার্যত মরণ ফাঁদ হয়ে উঠেছে। সব মিলিয়ে গত ১৭ দিনে বিহারে ১২টি সেতু ভেঙে পড়েছে। গত ১৮ জুন আরারিয়ায় একটি সেতু ভেঙে পড়ে। তারপর ২২ জুন সিওয়ানে, ২৩ জুন পূর্ব চম্পারণে, ২৭ জুন কিষাণগঞ্জে, ২৮ জুন মধুবনিতে, ১ জুলাই মুজফ্ফরপুরে, ৩ জুলাই সিওয়ানে তিনটি, সারণে দু’টি। বৃহস্পতিবার ৪ জুলাই ফের সারণেই আরেকটি সেতু ভেঙে পড়ে। মোদীর সবচেয়ে বড় শরিক, নীতিশ কুমার এখন বিহারে সরকার চালাচ্ছেন। ডবল ইঞ্জিন বিহারের এহেন দশা নিয়ে ক্ষুব্ধ আম বিহারবাসী। তাঁরা যেকোনও সেতুতে উঠতে রীতিমতো ভয় পাচ্ছেন। আম জনতার মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট।
একের পর এক সেতু ভেঙে পড়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠছে জনতা। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে। তবে কি অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি হয়েছে? না-কি সেতুর কোনও রক্ষণাবেক্ষণ নেই সে রাজ্যে?