কলকাতা বিভাগে ফিরে যান

হাট বসেছে মঙ্গলবারে, কালীঘাট মন্দিরের কিনারে! কী বিকিকিনি হচ্ছে সেখানে?

July 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতায় বসল হাট, চলল দেদার বিকিকিনি! মঙ্গলবার দুপুরে কালীঘাট মন্দির সংলগ্ন বড় রাস্তায় বিরাট বাজার বসল। বাজারে ফল-ফুল সহ নানান ধরনের পুজোর সরঞ্জাম বিক্রি হল। মানুষের ভিড়ও জমল।

আদপে এটা ছিল বিপত্তারিণী পুজোর বাজার। ফি বছর মঙ্গল ও শনিবার, এই দু’দিন হাট বসে কালীঘাটে। কত বছর ধরে এই বাজার বসছে, সে হিসেব কেউই জানেন না। এলাকার প্রবীণ মানুষেরা বলছেন বেশ কয়েক দশক যাবৎ হাট বসছে। ঝুড়িতে রাখা ফল, তাতে রয়েছে আম, লেবু, আখ, শসা, নারকেল, পেয়ারা প্রভৃতি। নারকেল দিয়ে ঝুড়ির দাম ৭০ টাকা। নারকেল ছাড়া ৬০ টাকা। ক্রেতাদের বক্তব্য, বাজার থেকে ফল আলাদা আলাদা করে কিনতে গেলে, দাম অনেক বেশি লেগে যেত। সেই তুলনায় দাম খানিকটা হলেও কম। তবে মান ততটা ভালো নয়।

বিক্রেতারা অনেকেই সারা বছর অন্য ব্যবসা করেন। পুজোর সময় দোকান দেন। রাস্তার দোকানগুলোতে দাম একটু বেশি। ভিতরে, ফুটপাতের উপর দোকানে দাম কম। কেবল ফল নয়, তার সঙ্গে ফুল, দূর্বা দেওয়া লাল ডোর, নারকেল ছাপা মিষ্টি সবই বিক্রি হচ্ছে। আইসক্রিম, খেলনার দোকানও রয়েছে। প্রতি বছরই হাট বসে, কলকাতাবাসী অনেকেই তা ভুলে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalighat, #Kalighat Mandir, #Maa Kali, #Kalighat Temple, #Shops

আরো দেখুন