হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

আবার জোড়াফুলে ফিরছেন তাপস রায়?

July 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্ষোভ ছিল হাজারও, তার উপর ইডি হানা! জোড়াফুল ছেড়ে ২০২৪ সালের মার্চে পদ্মে যান তাপস, ছাড়েন বিধায়ক পদ। তাপস প্রথম কলকাতা পুরসভার কাউন্সিলর হন ১৯৮৫ সালে। ১৯৯৬ সালে তৎকালীন বিদ্যাসাগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন তাপস। ২০০১ সালের ভোটে বড়বাজার কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হন তাপস। তারপর থেকে তিনি তৃণমূলেই ছিলেন, সে সম্পর্কে ছেদ পড়েছিল এবার লোকসভা ভোটের প্রাক্কালে। পদ্মে গিয়ে টিকিটও মিলল কিন্তু জেতা হল না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেই হারতে হল তাপসকে। অন্যদিকে, বিধায়ক পদ আগেই চলে গিয়েছে। বিজেপিতে মিলছে না সামনের সারিতে জায়গা। কার্যত কোণঠাসা অবস্থা।

তাপস আশা করেছিলেন মানিকতলা উপ নির্বাচনে পদ্মের টিকিট মিলবে ঠিকই কিন্তু সেগুড়েও বালি। টিকিট পেয়েছেন কল্যাণ চৌবে। আর উপায়! ক্রমেই রাজনৈতিক প্রাসঙ্গিকতা চলে যাচ্ছে তাপস। তিনি নিজেও জানেন তিনি জননেতা নন, ব্যক্তি ক্যারিসমা তাঁর নেই। ফলে ফের মাথার উপর মমতার ছবি আর জোড়াফুলের প্রতীকের ছায়া চাই তাঁর। তবেই বাঁচবে তাঁর রাজনৈতিক জীবন। তৃণমূল ফিরতে তিনি মরিয়া। মনে করা হচ্ছে, আসন্ন উপ নির্বাচনের পর হয়তো তাঁর ঘরওয়াপসি ঘটবে। একুশে জুলাইয়ের মঞ্চও তাপসের ঘরে ফেরার মঞ্চ হয়ে উঠতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Tapas Roy, #HTK, #madhurimaebong

আরো দেখুন