কলকাতা বিভাগে ফিরে যান

‘থ্রি ‌ইডিয়টস’ সিনেমার ট্রিপল রাইডের ভিডিও পোস্ট করে মানুষকে সচেতন করছে পুলিস

July 11, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ বিধাননগর সিটি পুলিশ ফেসবুক পেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত কয়েকদিন ধরে বিপজ্জনক ভঙ্গিতে বাইক চালানোর একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে বিধাননগর কমিশনারেটের ফেসবুক অ্যাকাউন্টে । ঝুঁকির যাতায়াতে কীভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়, তা দেখানো হয়েছে সেই সমস্ত ভিডিওতে। এবার ‘থ্রি ‌ইডিয়টস’ সিনেমার ট্রিপল রাইডের ভিডিও পোস্ট করে সচেতন করছে বিধাননগর পুলিস।


স্কুটারে চেপে কলেজ যাচ্ছে তিনবন্ধু—র্যা ঞ্চো, ফারহান ও রাজু। স্কুটার চালাচ্ছিলেন ফারহান। একে তো ট্রিপল রাইড, তারপর কারও মাথায় ছিল না হেলমেট। ভিডিও শেষে বাইকে তিনজন একসঙ্গে না ওঠার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে চালক ও সওয়ারির সুরক্ষার স্বার্থে হেলমেট পরেই বাইক চালানোর বার্তা দিচ্ছে পুলিস।


পুলিসের দাবি, এখন সবার হাতে স্মার্টফোন। সংখ্যাগরিষ্ঠ মানুষই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। তাই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র প্রচারের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কারণ, তরুণ প্রজন্মের প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ফলো করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #police, #Awareness, #Biddhanagar, #3 Idiots

আরো দেখুন