কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার ময়দান মার্কেটেও মেসির কোনও বিকল্প নেই!

July 11, 2024 | < 1 min read

কলকাতার ময়দান মার্কেটেও মেসির কোনও বিকল্প নেই!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরো কাপ থেকে ফ্রান্স ছিটকে যাওয়ার পর ময়দান মার্কেটে এমবাপের জার্সির চাহিদা পড়ে গিয়েছে। কেউ আর কিনতে চাইছে না। তবে কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জয়ে, নীল-সাদা জার্সির বিক্রি বেড়ে গিয়েছে। আর কয়েকজন খুঁজছে স্পেনের ইয়ামালের জার্সি।

দোকানদাররা অবশ্য বললেন, মেসি-এমবাপে-রোনাল্ডো-নেইমারের মতো খেলোয়াড়ের জার্সি পড়ে থাকে না। ঠিক বিক্রি হয়ে যাবে। সাদ্দাম নামে ময়দান মার্কেটের এক বিক্রেতা বললেন, ‘আর্জেন্টিনার জার্সির স্টক ভালোই আছে। আশাকরি সব বিক্রি হয়ে যাবে। কিন্তু ব্রাজিল আর পর্তুগাল ছিটকে যাওয়ায় ওই দুই দলের জার্সির বিক্রি কমে গিয়েছে। জার্মানির জার্সিরও বিক্রি ভালো ছিল। ওটাও এখন আর হচ্ছে না।’ কিন্তু আশ্চর্যভাবে ময়দান মার্কেটে স্পেনের জার্সির দেখা খুব একটা মিলল না। ইউরোপের লাল-হলুদে কি বঙ্গসন্তানদের কোনও আগ্রহ নেই? বিক্রেতারা বলছেন, এখন স্পেনে সে রকম কোনও নামকরা খেলোয়াড় নেই। আসলে জার্সি খেলোয়াড়দের নামে বিক্রি হয়। তাই স্পেনের জার্সি খুব একটা বিক্রি হয় না। রাখিও না। তবে দু-একজন ইয়ামালের খোঁজ করছিলেন।’

জার্সির দাম কত পড়ছে? পকেটে ৫০০ থেকে ৬০০ টাকা থাকলে বেশ ভালো মানের জার্সি পাওয়া যায়। তাছাড়া দেড়শো-দু’শো টাকার জার্সি রয়েছে। সানি নামে এক বিক্রেতা বলেন, ‘আজকে সকালেও একজন এমবাপের ছবি দেওয়া জার্সি কিনে নিয়ে গেলেন। কিন্তু মেসির জার্সির কোনও বিকল্প নেই। যাই হোক না কেন, হরদম বিক্রি হয় আর্জেন্টিনার জার্সি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Lionel Messi, #jersey, #Maidan market

আরো দেখুন