শচীন্দ্রনাথ দে বিশ্বাস-কে কী নামে চেনে বাঙালি? আকবরের সঙ্গে তাঁর সম্পর্ক কী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯০২ সালের ১৩ জুলাই রাজা শশাঙ্ক দেবের উত্তরপুরুষ শচীন্দ্রনাথ দে বিশ্বাস কলকাতায় জন্মগ্রহণ করেন। কাত্যায়নীদেবী ও ভূপতিনাথের এই পুত্রটিকে সুন্দর দেখতে ছিল বলে, তাঁকে ‘ছবি’ বলে ডাকতেন মা। ছবি নামেই তিনি চলচ্চিত্র জগতে খ্যাতি পেয়েছিলেন।
১৬০০ নাগাদ দিল্লির সম্রাট আকবরের কাছ থেকে ‘বিশ্বাস’ উপাধি পেয়েছিলেন তিতুরাম দে। তাঁর পরবর্তী পুরুষ রামকান্তের পুত্র চণ্ডীচরণ দে বিশ্বাস ১৭০০ সালে বড় জাগুলিয়া থেকে ২৪ পরগনার বারাসতের ছোট জাগুলিয়ায় এসে বসবাস শুরু করেন। তারপর কলকাতায় এসে পড়ল বিশ্বাস পরিবার। উত্তর প্রজন্ম কালীপ্রসন্ন বিশ্বাস থাকতেন বিডন স্ট্রিটে। কালীপ্রসন্নের ছোট পুত্র ভূপতিনাথ ছিলেন প্রতিষ্ঠিত পাট ব্যবসায়ী। বিডন স্ট্রিটের প্রতাপচাঁদ মিত্রের কন্যা কাত্যায়নীদেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। ভূপতি-কাত্যায়নীর ছোট ছেলের নাম শচীন্দ্রনাথ দে বিশ্বাস। চিত্রজগতে তিনি ছবি বিশ্বাস নাম ব্যবহার করতেন।