কলকাতা বিভাগে ফিরে যান

পাশের আইসক্রিম সংস্থার গুদাম থেকেই কি যশোর রোডের গেঞ্জি কারখানায় আগুন? উঠছে প্রশ্ন

July 12, 2024 | < 1 min read

যশোর রোডের গেঞ্জি কারখানায় আগুন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর গেঞ্জি কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। আছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। জানা যাচ্ছে, এখনো কারখানার বেশ কিছু অংশে ধিকিধিকি আগুন জ্বলছে। ওই কারখানার মধ্যে একটি টিনের শেড ভেঙে পড়েছে। তা সরানো না গেলে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সমস্যা হবে, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে । তবে, শেড সরাতে জেসিবিও আনা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

কারখানাটিতে অগ্নিকান্ডে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তবে সেখানে কোনও কর্মী আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দমদমের নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। জানা যাচ্ছে, সেখানেই প্রথমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মনে করা হচ্ছে, এই বিস্ফোরণের ফলেই পাশের গেঞ্জি কারখানায় আগুন ছড়িয়ে পরে।

দমকল সূত্রের খবর শুক্রবার রাত ৩টে ৪০ মিনিট থেকে তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata Jessore Road Fire, #ice cream company

আরো দেখুন