রাজ্য বিভাগে ফিরে যান

পুনর্নির্বাচন নয়, মানিকতলা নিয়ে BJP-র দাবি খারিজ কমিশনের

July 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি, মানিকতলা বিধানসভা উপ নির্বাচনে ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। বিজেপির সেই দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার স্ক্রুটিনি শেষে কমিশন জানিয়েছে, কোনও বুথে অশান্তি, গন্ডগোল বা ছাপ্পা ভোটের খবর মেলেনি। চার কেন্দ্রে ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ করেছে কমিশন। চার কেন্দ্রে ভোটের মোট হার ৬৬.৯৫ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে, ভোটের হার ৭১.৯৯ শতাংশ। রানাঘাট দক্ষিণে ৭০.৫৬, বাগদায় ৬৮.৪৪ ও মানিকতলায় ভোটের হার ৫৪.৯৮ শতাংশ।

মানিকতলা বিধানসভায় উপ নির্বাচনে দিনভর ভোট ময়দানে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। খুঁজে পাওয়া যায়নি বিজেপিকে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেন, কাঁকুড়গাছি, ফুলবাগান-সহ মানিকতলার একাধিক এলাকায় ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। ৮৯টি বুথে ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনও বুথে পুনর্নির্বাচন হবে না।

তৃণমূলের বক্তব্য, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কমিশনের রিপোর্টে তা ধরা পড়েছে। বিজেপির কোনও সংগঠন নেই। নির্বাচন কমিশনের রিপোর্টেই বিজেপি জোর ধাক্কা খেল। বিজেপি এমন একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে, যা মানিকতলা এলাকাতেই নেই যা হাস্যকর। স্ক্রুটিনির সময় প্রার্থী বা বিজেপির কোনও প্রতিনিধি হাজির না থাকায় বোঝা গিয়েছে, বিজেপির সংগঠন শুধু খাতায়-কলমে। উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে পারত নির্বাচন কমিশন। তাদের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Election Commission of India, #maniktala by election

আরো দেখুন