রাজ্য বিভাগে ফিরে যান

পাড়ায় পাড়ায় নতুন লক্ষ্মীর ভান্ডার: এই ডকুমেন্টস না থাকলে মিলবে না সুবিধা 

July 12, 2024 | < 1 min read

পাড়ায় পাড়ায় নতুন লক্ষ্মীর ভান্ডার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় মমতার সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকদের জন্য চালু হয়েছে একের পর এক জনমুখী প্রকল্প। এর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে উপকৃত হচ্ছেন রাজ্যের অগণিত লক্ষ্মীরা। সাধারণ ও তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 

আবেদন করার পদ্ধতি:

  • দুয়ারে সরকার ক্যাম্পে যান। এই ক্যাম্পগুলো রাজ্য জুড়ে নির্ধারিত সময়ে আয়োজিত করা হয়।
  • প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র পূরণ করুন।
  • আধার কার্ড, ভোটার আইডি, বাসস্থান প্রমাণপত্র, এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা দিন। 

কারা আবেদন করতে পারবেন:

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা
  • বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে
  • নিম্ন আয়ের পরিবারের সদস্য হতে হবে
  • সাধারণ শ্রেণী, তপশিলি জাতি, ও উপজাতি মহিলা

প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা পেয়ে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মহিলা আর্থিক সুরক্ষা পেয়ে উপকৃত হচ্ছেন।

জানা গিয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও কন্যাশ্রী এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

তথ্য ঋণ: 

TwitterFacebookWhatsAppEmailShare

#Lakshmir Bhandar Scheme, #West Bengal, #Mamata Banerjee, #Lakshmir Bhandar

আরো দেখুন