রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য মহরম–২১জুলাই, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ রাজ্য পুলিশের ডিজির

July 12, 2024 | < 1 min read

আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ রাজ্য পুলিশের ডিজির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গণপিটুনির মতো ঘটনা রুখতে আরও কড়া হতে হবে পুলিশকে। এসপি, সিপিদের এমনটাই নির্দেশ দিল রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার রাজ্য পুলিশের এসপি, সিপিদের নিয়ে এক জরুরি ভার্চুয়াল বৈঠকে মহরম এবং ২১ জুলাই নিয়েও বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। এদিন বিকেলে প্রায় ১ ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।

আগামী ১৭ জুলাই মহরম। তারপরই তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি। সুতরাং রাজ্যে কোনও হিংসাত্বক ঘটনা ঘটুক চান না ডিজি। তাঁর নির্দেশ, ‘‌যারা অপরাধমূলক কাজ করছে তাদের কাউকে রেয়াত করা হবে না। দাগী অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদক্ষেপ করতে হবে। কোনওরকম অপেক্ষা করা যাবে না। প্রয়োজনে পুলিশের প্রতিনিধিদলকে আরও শক্ত করুন এবং কাজ করুন।’‌

মহরম নিয়ে আলাদা করে সতর্ক করেন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। তাঁর কথায়, “পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনওরকম ভাবেই যাতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয় তার জন্য এখন থেকেই সব রুট তৈরি করে নেবেন। কোনওরকম হিংসাকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #West Bengal Police, #law and order, #DGP, #Sanjay mukherjee

আরো দেখুন