সেলফি তোলা নিয়ে বচসা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেলফির নেশায় মত্ত আম জনতা। এবার সেলফি তোলা নিয়ে ঝগড়া বাধল মাউন্ট এভারেস্টের চূড়ায়, ৮ হাজার ৮৪৮ মিটার উঁচুতে! সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তুলবে কে? এই নিয়েই প্রথমে শুরু হয় বচসা। তারপর বচসা গড়ায় হাতাহাতিতে। গত ২৫ জুন এভারেস্টের বেস ক্যাম্পে ঘটে ঘটনাটি। সামান্য সেলফি তোলা নিয়ে এমন মারামারির ঘটনায় হতবাক সকলে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করে, শুধুমাত্র সেলফি তোলার জন্য এমন মারামারি আগে কখনও এভারেস্টে ঘটছে বলে কেউ মনে করতে পারছেন না।
চিনা পর্যটকদের দুটি দল চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত এভারেস্ট দেখার জন্য পৌঁছয়। ভ্রমণকে আরও স্মরণীয় করে রাখতে সেলফি তোলার চেষ্টা করেন এক দম্পতি। তাঁদের ট্যুর গাইড এভারেস্ট এলিভেশন মনুমেন্টের পাশে ছবি তোলার কথা বলেন। কারা আগে সেলফি তুলবে তাই নিয়ে আলোচনা শুরু হয় দুটি গ্রুপের মধ্যে। যা বচসার আকার নেয় ধীরে ধীরে।
দুই দম্পতির মধ্যে ছবির পোজ দেওয়া নিয়ে প্রথমে ঝামেলার সূত্রপাত হয়। দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। একে অপরকে বেধড়ক লাথি ও ঘুসি মারতে শুরু করেন তাঁরা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় মারামারি ভিডিও। তাতে দেখা গিয়েছে, একজন মহিলা দু’জন পুরুষের মারাপিট থামানোর চেষ্টা করলেও ক্রমশই তা বেড়ে চলে। এভারেস্ট বর্ডার পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা হস্তক্ষেপ করে। শেষ পর্যন্ত ঝগড়া থামায় পুলিশ। এভারেস্টে বিশৃঙ্খলা তৈরির জন্য এবং কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে চারজনকে হেপাজতে নেয় পুলিশ।