রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির বিপর্যয়, বাংলার উপনির্বাচনেও অব্যাহত সবুজঝড়, চারে চার তৃণমূল

July 13, 2024 | 2 min read

—— ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হল রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের গণনা। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে গত বুধবার উপনির্বাচন হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হলো ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম। মনে করা হচ্ছে দুপুরের মধ্যেই পরিষ্কার জেতা-হারার হিসেবে নিকেশ।

LIVE UPDATE

দুপুর ১৩:২০

  • রানাঘাট দক্ষিণ – ৩৯,০৪৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
  • রায়গঞ্জ – ৫০,০৭৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
  • মানিকতলা –  ৬২, ৩১২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
  • বাগদা – ৩৩,৪৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

দুপুর ১৩:০০

  • রানাঘাট দক্ষিণ – ৩৮,৬১৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
  • রায়গঞ্জ – ৪৯,৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
  • মানিকতলা – ৩৫,৪৪২ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ৩০,০৮১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

দুপুর ১২:২৫

  • রানাঘাট দক্ষিণ – ৩৫,৭৫০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
  • রায়গঞ্জ – ৪৯,৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
  • মানিকতলা – ৩৫,৪৪২ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ৩০,০৮১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

দুপুর ১২:১০

রানাঘাট দক্ষিণ – ৩৫,৭৫০ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
রায়গঞ্জ – ৪৯,৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
মানিকতলা – ৩৫,৪৪২ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
বাগদা – ৩০,০৮১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ১১:১৫

  • রানাঘাট দক্ষিণ – ৩৫,৭৫০ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ৪৯,৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
  • মানিকতলা – ২০,৮১৮ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ২০,৮৮৪ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ১১:১৫

  • রানাঘাট দক্ষিণ – ২৬,৬৩৬ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ৩১,২৮৭ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ২০,৮১৮ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ১৮,৩৩৭ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ১০: ৫০

  • রানাঘাট দক্ষিণ – ১৩,২০০ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ৩১,২৮৭ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ২০,৮১৮ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ১৪,৫৫৩ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ১০: ২৫

  • রানাঘাট দক্ষিণ – ৭,২৭২ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ২১ হাজার ৪০৯ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ২০,৮১৮ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ১২, ৪৪৪ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ১০: ১৫

  • রানাঘাট দক্ষিণ – ৮,৫৩৭ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ২১ হাজার ৪০৯ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ১৩, ১৪৮ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ১২, ৪৪৪ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ৯:৫০:

  • রানাঘাট দক্ষিণ – ২১৬১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ১৬,০৯৫ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ১৩, ১৪৮ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – প্রায় ৩,০০০ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ৯:২৭:

  • রানাঘাট দক্ষিণ – ২১৬১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • রায়গঞ্জ – ১০,২৫৬ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ২২৫১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • বাগদা – ২৫১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে

সকাল ৯:২০:

  • রানাঘাট দক্ষিণ – তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)
  • রায়গঞ্জ – ১০,২৫৬ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে
  • মানিকতলা – ২২৫১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)
  • বাগদা – ২৫১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)

সকাল ৮:৫৫:

  • রানাঘাট দক্ষিণ – তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)
  • রায়গঞ্জ – ৩৮৮৪ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)
  • মানিকতলা – ২২৫১ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)
  • বাগদা – তৃণমূল প্রার্থী এগিয়ে (প্রথম রাউন্ড)

সকাল ৮:৫০:

  • রানাঘাট দক্ষিণ – বিজেপি এগিয়ে
  • রায়গঞ্জ – তৃণমূল এগিয়ে
  • মানিকতলা – ২২৫১ ভোটে তৃণমূল এগিয়ে (প্রথম রাউন্ড)
  • বাগদা – তৃণমূল এগিয়ে (প্রথম রাউন্ড)

সকাল ৮:৪৬: পোস্টাল ব্যালট গণনা চলছে

  • রানাঘাট দক্ষিণ – বিজেপি এগিয়ে
  • রায়গঞ্জ – তৃণমূল এগিয়ে
  • মানিকতলা – —
  • বাগদা – —

সকাল ৮.০৪: কড়া নিরাপত্তায় ৪ কেন্দ্রেই পোস্টাল ব্যালটে শুরু ভোটগণনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Assembly by Election, #by-elections counting, #west bengal by-election, #bjp, #tmc

আরো দেখুন