উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পাকা কাঁঠালের গন্ধে আত্মহারা হাতির দল!

July 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গাছে পাকা কাঁঠাল। আর তার গন্ধে আত্মহারা হাতির দল! শুক্রবার ভোররাতে জলদাপাড়ার দলছুট একটি হাতি দক্ষিণ খয়েরবাড়ির অনিল কুজুরের ঘরের পাশে থাকা কাঁঠাল গাছে ঝাঁকুনি দিলে দু’টি কাঁঠাল তাঁর ঘরের চালে পড়ে। কিন্তু চাল থেকে কাঁঠাল নামাতে না পাড়ায় হাতিটি ঘর ভেঙে দেয়। তারপর কাঁঠাল খেয়ে ফের জঙ্গলে চলে যায়। একই রাতে হাতির দল একাধিক দলে ভাগ হয়ে মধ্য ও পূর্ব মাদারিহাটে আরও কয়েকটি ঘর ভেঙে দেয়।

মাদারিহাট রেঞ্জার শুভাশিস রায় বলেন, হাতি পাকা কাঁঠাল ভালোবাসে। সেই জন্য জঙ্গল লাগোয়া বাসিন্দাদের কাঁঠাল পেড়ে ফেলার কথা জানানো হয়েছে। তিনটি এলাকায় হাতির হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য দপ্তরে আবেদন করতে বলা হয়েছে। অন্যদিকে, ফালাকাটা ব্লকের শালকুমারে বৃহস্পতিবার রাতে হাতির পাল তাণ্ডব চালায়। ঘরে মজুত রাখা খাবার খেয়ে নেয়। রাত জেগে হাতি তাড়ান বনকর্মীরা। ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়তের পশ্চিম শালকুমার ও খাউচাদপাড়ার বাসিন্দারা ঘনঘন হাতির হানায় বিরক্ত। রেঞ্জার শুভাশিস রায় বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#elephant, #jackfruit

আরো দেখুন