বিনোদন বিভাগে ফিরে যান

অ্যানিম্যাল তাঁকে খ্যাতি এনে দিয়েছে, এখন কত পারিশ্রমিক নেন তৃপ্তি দিমরি?

July 14, 2024 | < 1 min read

অ্যানিম্যাল তাঁকে খ্যাতি এনে দিয়েছে, এখন কত পারিশ্রমিক নেন তৃপ্তি দিমরি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যানিম্যালে স্বল্প দৈর্ঘ্যের চরিত্র অভিনয় করলেও, প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি দিমরি। রাতারাতি এসে পড়েছিলেন সংবাদ শিরোনামে। শোনা যায়, তারপরই নিজের পারিশ্রমিকের পরিমাণ দ্বিগুণ করেছেন অভিনেত্রী।

তৃপ্তি দিমরি বর্তমানে ‘ব্যাড নিউজ’ ছবির নতুন গান ‘জানম’-এ ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করেছেন। বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে তাঁদের। তৃপ্তি দিমরির সাহসী দৃশ্যগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অ্যানিম্যাল মুক্তির আগে, তৃপ্তি দিমরি একটি ছবির জন্য ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন। কিন্তু অ্যানিম্যাল ছবির জন্য প্রায় ৪০ লক্ষ টাকা পান তিনি। অ্যানিম্যালের সাফল্যের পর তৃপ্তি দিমরি তাঁর পারিশ্রমিক দ্বিগুণ করেছিলেন। এখন একটি ছবির জন্য প্রায় ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Animal Movie, #Actress, #Bollywood, #Remuneration, #Tripti dimri

আরো দেখুন