দেশ বিভাগে ফিরে যান

শ্রীরামের পর শিব! আরও এক ধর্মীয় জনপদে ধাক্কা খেল BJP

July 14, 2024 | < 1 min read

শ্রীরামের পর শিব! আরও এক ধর্মীয় জনপদে ধাক্কা খেল BJP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারবার হিন্দুত্ব আর হিন্দু ধর্মের কথা বলে একের পর এক ভোট পেরিয়েছে বিজেপি। জয় এসেছে। কিন্তু এবারে উলটপুরান। রাম-কথার সঙ্গে জড়িত একাধিক ধর্মীয় স্থানে হারের মুখ দেখেছে বিজেপি। সদ্য সমাপ্ত উপনির্বাচনে আরও এক ধর্মনগরীতে হারের মুখ দেখতে হল পদ্ম পার্টিকে। এবারের লোকসভা নির্বাচনে রামনগরী অযোধ্যায় অর্থাৎ ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে হার বিজেপিকে বড় ধাক্কা দিয়েছিল। রামের পর এবার শিব, উত্তরাখণ্ডের বদ্রীনাথে বিধানসভার উপ নির্বাচনে হারের মুখ দেখেছে গেরুয়া বাহিনী।

বদ্রীনাথের পাশাপাশি সে রাজ্যের মঙ্গলৌর আসনটিও কংগ্রেস পেয়েছে। উপ নির্বাচনে বদ্রীনাথ আসনে বিজেপি প্রার্থী করেছিল রাজেন্দ্র ভান্ডারিকে। তিনিই ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ওই আসনে জিতেছিলেন। এবারের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁকে উপ নির্বাচনে প্রার্থী করে বিজেপি। কিন্তু বদ্রীনাথবাসী দলবদলুকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছুড়ে ফেলে দিল।

২০১৭ সালে ওই আসন ছিল বিজেপির দখলে। ২০২২ সালের নির্বাচনে কংগ্রেস বদ্রীনাথ বিধানসভা আসনটি পায়। আসনটি এবার উপনির্বাচনেও ধরে রাখল তারা। বদ্রীনাথ নিয়ে আত্মবিশ্বাসী ছিল পদ্মশিবির। ভান্ডারিকে প্রার্থী করে কংগ্রেস ভোটারদের নিজেদের দিকে টেনে আনার কৌশল নিয়েছিল বিজেপি, তা ডাহা ফেল করেছে। বিজেপি প্রার্থী ভান্ডারি পেয়েছেন ২২৯৩৭ ভোট। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী লাখপত সিংহ বুটোলা পেয়েছেন ২৮১৬১ ভোট। বিজেপি প্রার্থী ভান্ডারিকে ৫২২৪ ভোটে হারিয়েছেন কংগ্রেসের বুটোলা।

এত হিন্দুত্বের কথা বলে, মন্দির গড়ে কী কারণে একের পর এক ধর্মীয় জনপদে হারের মুখ দেখছে বিজেপি। তবে কি হিন্দুত্বের রাজনীতির অন্তিম দিন আগত? ঘুম উড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বর!

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Uttarakhand, #Bye-elections, #Badrinath

আরো দেখুন