রাজ্য বিভাগে ফিরে যান

উপ নির্বাচনেও ভরাডুবি, চার আসনেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের

July 14, 2024 | < 1 min read

উপ নির্বাচনেও ভরাডুবি, চার আসনেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের চার বিধানসভা আসনে উপ নির্বাচনে বাম, কংগ্রেসের ভরাডুবি অব্যাহত। রাজ্য-রাজনীতিতে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়ল বাম-কংগ্রেস জোট! চার বিধানসভাতেই বাম-কংগ্রেস জোটের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিপিএম ভোট লুটের তত্ত্বের দোহাই দিচ্ছেন পাশাপাশি সিপিএম নেতাদের বক্তব্য, তিন বিধানসভায় লোকসভার তুলনায় ভোট শতাংশ সামান্য বেড়েছে। রানাঘাট দক্ষিণ বিধানসভায় লোকসভার চেয়ে ২ শতাংশ ভোট কমেছে বামেদের।

পোস্টাল ব্যালট ছাড়া মানিকতলা বিধানসভা উপ নির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব মজুমদারের পেয়েছেন ৯,৪৭৮টি ভোট। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের হিসাব অনুযায়ী, ওই কেন্দ্রে জোটের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছিলেন ৯,৪২১টি ভোট।

অন্যদিকে, রায়গঞ্জে জোটের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত ১৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। লোকসভা ভোটের নিরিখে রানাঘাট দক্ষিণে সিপিএম প্রায় ৯ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল। উপ নির্বাচনে ভোটের হার ৬ শতাংশের আশপাশে নেমে এসেছে। বাগদা বিধানসভায় বাম-কংগ্রেসের আসন সমঝোতা হয়নি। সেখানে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রায় ৪ শতাংশ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী ১ শতাংশও পাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #By-elections, #Congress

আরো দেখুন