খেলা বিভাগে ফিরে যান

টাই-ব্রেকারে জিতে কোপায় তৃতীয় স্থান দখল উরুগুয়ের

July 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা ও উরুগুয়ে। ইউরো কাপ থেকে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচের অবলুপ্তি ঘট‌লেও কোপা আমেরিকাতে এখনও তা রয়েছে। সেমিফাইনালে বিদায় নেওয়া দুই দল তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়। রবিবার সকালে টাই-ব্রেকারে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকাতে তৃতীয় স্থান অর্জন করল উরুগুয়ে। নির্ধারিত সময়ে কানাডার বনাম উরুগুয়ে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। কিন্তু টাই-ব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।

ম্যাচের বয়স যখন আট মিনিট, উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। ২২ মিনিটে কানাডাকে সমতায় ফেরান ইসমাইল কোনে। ৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল কানাডা। তবে লুইস সুয়ারেজের ৯২ মিনিটের গোলে সমতা ফেরে। অবশেষে টাই-ব্রেকারে জয় ছিনিয়ে নেয় উরুগুয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Copa America 2024, #Canada vs Uruguay, #CAN vs URU, #Copa America, #Uruguay

আরো দেখুন