খেলা বিভাগে ফিরে যান

পরপর দ্বিতীয়বার কোপা লাভ! লাউতারোর গোলে মেসিহীন আর্জেন্টিনার খেতাব জয়

July 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জোড়া কোপা ও বিশ্বকাপ জয়, তিন খেতাব জিতে নজির গড়ল আর্জেন্টিনা। চোট পেয়ে লিয়োনেল মেসি মাঠ ছাড়লেন। আর্জেন্টিনাকে জেতালেন লাউতারো মার্তিনেজ। চলতি কোপা দলের দরকারে যখনই মাঠে পা দিয়েছেন, তখনই গোল করেছেন লাউতারো। এদিনও তিনিই তেকাঠি বল জড়িয়ে দিলেন।

ফাইনাল শুরু হয় নির্দিষ্ট সময়ের থেকে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে। ম্যাচ দেখতে ভিড় জমান টিকিট না-থাকা অনেক দর্শক। ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। পরিস্থিতি বাগে আনতে কালঘাম ছুটে যায় নিরাপত্তারক্ষীদের। স্টেডিয়ামের গেট বন্ধ করে শুরু হয় খেলা। শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। কিন্তু গোলের মুখ খোলা যায়নি।

আর্জেন্টিনার আক্রমণ বারবার পরাস্ত করছিলেন হামেজ রদ্রিগেস, লুইস দিয়াজেরা। কলম্বিয়াও আক্রমণ শানাতে থাকে। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় গোললাইন থেকে শট মারতে গিয়ে চোট পান মেসি। পরে মাঠে নামলেও খোঁড়াচ্ছিলেন মেসি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে কলম্বিয়া প্রেসিং ফুটবল খেলতে থাকে। ৫৮ মিনিটের মাথায় একক দক্ষতায় বক্সে ঢুকে শট মারেন দি মারিয়া। বাঁচান গোলরক্ষক। কলম্বিয়া মারকুটে ফুটবল খেলছিল। ৬৪ মিনিটের মাথায় স্প্রিন্ট টানতে গিয়ে পড়ে যেতেই মাঠ ছাড়েন মেসি। বেঞ্চে বসে কাঁদছিলেন মেসি। ৭৫ মিনিটের মাথায় গোল করেন মেসির পরিবর্ত হিসাবে নামা নিকো গঞ্জালেস। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়।

ত্রাতা হয়ে উঠলেন লাউতারো মার্তিনেজ। ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোল করেন লাউতারো। সোজা ছুটে যান মেসির দিকে। গিয়ে জড়িয়ে ধরেন। লাউতারোর গোলে কোপা জিতল আর্জেন্টিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#copa america final, #Lionel Messi, #Argentina, #Colombia, #copa final

আরো দেখুন