হারাধনের ছেলের মতো কমছে BJP বিধায়কের সংখ্যা! এখন বিধানসভায় পদ্ম পার্টির হাল কী?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের পর চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও অব্যাহত থাকল সবুজ ঝড়। চারটি কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূলের বিধায়ক সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। অন্যদিকে, হারাধনের ছেলেদের মতো একে একে কমছে বিজেপির বিধায়ক সংখ্যা।
একুশের নির্বাচনে ৭৭ খানা আসনে পদ্ম ফুটেছিল। কিন্তু তারপরই বিধায়ক পদে ইস্তফা দেন দুই সাংসদ জগন্নাথ সরকার ও নীতিশ প্রামাণিক। শান্তিপুর ও দিনহাটা উপ নির্বাচনে জয়ী হয় তৃণমূল। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হয় তৃণমূল।
শনিবার বিজেপির দখলে থাকা তিনটি বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনের মাধ্যমে ছিনিয়ে নেয় তৃণমূল। মানিকতলা বিধানসভা আগেও তৃণমূলের দখলে ছিল। একুশের নির্বাচনে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি। উপ নির্বাচনে তিনটি জায়গাতেই তারা পরাজিত হয়েছে।
আবার বিজেপির একাধিক বিধায়ক ধাপে ধাপে শামিল হয়েছেন তৃণমূলে। তালিকায় আছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, হরকালি প্রতিহার। রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপ নির্বাচন এখনও বাকি রয়েছে। তার মধ্যে পাঁচটি তৃণমূলের দখলেই ছিল। তৃণমূল আশাবাদী, ছ’টি কেন্দ্রেই জয় আসবে। ফলত তৃণমূলের বিধায়ক সংখ্যা যে আগামীতে বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।