← দেশ বিভাগে ফিরে যান
BSNL-এ পোর্ট করাবেন ভাবছেন? জানুন উপায়
জিও, এয়ারটেল, ভিআই; একের পর এক সংস্থা রিচার্জ প্ল্যানের দর বাড়িয়েছে। বিপাকে পড়েছেন আম জনতা। প্রায় প্রতিটি রিচার্জের প্ল্যানেই ৪০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করার ফলে পকেটে টান পড়েছে মধ্যবিত্তর। কিছুটা সুরাহায় আজও রিচার্জ প্ল্যান মিলছে বিএসএনএলে। কারণ বিএসএনএল-ই কোনও খরচ বৃদ্ধি করেনি। বিএসএনএল-এ পোর্ট করার কথা ভাবছেন।
কীভাবে বিএসএনএল-এ পোর্ট করবেন?
যেকোনও নম্বর থেকে বিএসএনএল-এ পোর্ট করার জন্য প্রয়োজন ইউনিক পোর্টিং কোড। মেসেজ অপশনে গিয়ে PORT লিখে একটা স্পেস দিয়ে নিজের ফোন নম্বর লিখুন। তারপর সেই মেসেজ ১৯০০ নম্বরে পাঠালেই মিলবে UPC।
এরপর স্থানীয় বিএসএনএল বিএসএনএল অফিস, স্টোর বা স্থানীয় কোনও মেবাইল স্টোরে গিয়ে UPC নম্বর দেখাতে হবে। তার ভিত্তিতে মিলবে নতুন বিএসএনএল সিম।