রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুর ধর্নামঞ্চে অনুপস্থিত বঙ্গ বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি, জল্পনা তুঙ্গে

July 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রতিদিন বঙ্গ বিজেপিতে ফাটল বেড়ে চলেছে। এই ফাটল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে অনুপস্থিত বর্তমান ও প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।

এর আগে বহুবার নাম না করে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলে অনেকেই দাবি করেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর বর্তমান রাজ্য সভাপতি সেটাকে ভালো চোখে কোনওদিনই দেখেননি। এই নিয়ে বহুবার দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়েছে শুভেন্দু ও সুকান্তর লোকেরা। রাজনৈতিক মহল এটাও দাবি করছে এইগুলোই কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্ণায় যোগ না দেওয়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #dilip ghosh, #west bengal BJP, #Sukanta Majumdar, #bjp

আরো দেখুন