রাজ্য বিভাগে ফিরে যান

উপ নির্বাচনে জয়ী চার তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ ঘিরে কি ফের দেখা দেবে জটিলতা?

July 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উপ নির্বাচনে জয়ী নব নির্বাচিত চার তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ কীভাবে হবে? সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। বিধানসভা উপ নির্বাচনে রাণাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা, মানিকতলা চার কেন্দ্রেই বিপুল ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। তাঁদের শপথ ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, এক মাস ধরে শপথ গ্রহণের জন্য অপেক্ষা করেছিলেন রায়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ দিন বিধানসভাতে ধর্ণায় বসেছিলেন তাঁরা৷ রাজভবন ও বিধানসভার মধ্যে কার্যত লড়াই শেষে বিধানসভাতেই দুই বিধায়ক শপথ গ্রহণ করেছিলেন অধ্যক্ষ। রাজ্যপাল সিভি আনন্দ বোস চেয়েছিলেন, দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হোক। সেই ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু সায়ন্তিকা চেয়েছিলেন, বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। তা নিয়ে দীর্ঘ এক মাস ধরে জটিলতা চলে। শেষ পর্যন্ত রাজ্যপালকে বাদ দিয়েই দুই বিধায়কের শপথ গ্রহণ হয়।

এবার উপ নির্বাচনে চার তৃণমূল বিধায়ক জয়ী হয়েছেন। তাদের শপথ গ্রহণ কীভাবে হবে? রাজ্যপাল ও বিধানসভার মধ্যে শপথ গ্রহণ ঘিরে ফের টানাপোড়েন শুরু হবে? না-কি বিধানসভাতেই শপথ নেবেন চার বিধায়ক? প্রশ্ন উঠছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধানের প্রথা মতো শপথ হবে। আরও বলেন, তিনি আশা করেন, রাজ্যপাল মহোদয় এবার এমন কিছু করবে না, যাতে সংবিধানের প্রথা বিঘ্নিত না হয়। বিধানসভাতেই শপথ গ্রহণ হবে। এমনই ইঙ্গিত স্পিকার দিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বার্তা পাঠানো হবে বলে, জানা যাচ্ছে। রাজ্যপালকে বাদ দিয়ে স্পিকার নিজে শপথ গ্রহণ করিয়ে দেবেন, এমনও শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly, #Biman Banerjee, #Oath Taking Ceremony, #Dr CV Ananda Bose

আরো দেখুন