দেশ বিভাগে ফিরে যান

উল্টোরথে জনজোয়ারে ভাসল শ্রীক্ষেত্র পুরী

July 16, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: জগন্নাথ ধাম টুইটার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উল্টোরথে জনজোয়ার ভেসে গেল পুরী। সোমবার বিকেল চারটে নাগাদ মাসির বাড়ি গুণ্ডিচা মন্দির থেকে রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগে কড়া নিরাপত্তায় শুরু হয় রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তিকে রথে তোলা হয়। রীতিমেনে পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করেন।

দুপুর তিনটে বেজে ২৫ মিনিটে প্রথমে বলভদ্রের রথ তালধ্বজ যাত্রা শুরু করে। সুভদ্রার রথ দেবদলনের দড়িতে টান পরে বিকেল চারটে নাগাদ। সব শেষে সোয়া চারটে নাগাদ জগন্নাথের রথ নন্দীঘোষ রওনা দেয়। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৮০ প্ল্যাটুন পুলিশ কর্মী এবং ১ হাজার অফিসার মোতায়েন ছিলেন। এডিজিপি-আইনশৃঙ্খলা সঞ্জয় কুমার জানিয়েছেন, পাঁচ লক্ষ মানুষ রথযাত্রায় অংশ নিয়েছেন। শহরজুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। সোমবার সারা রাত মন্দিরের সিংহদ্বারের সামনে রথেই বসে ছিলেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। আজ, মঙ্গলবার সোনার অলঙ্কার পরিয়ে তিন ভাই-বোনকে মন্দিরে প্রবেশ করানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Puri, #Ulta Rath, #ulta ratha, #jagannath dham

আরো দেখুন