দেশে প্রথম আলিপুর চিড়িয়াখানায় বসল ব্রেইল বোর্ড
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দৃষ্টিহীনদের জন্য এবার আলিপুর চিড়িয়াখানায় বসল ব্রেইল বোর্ড। যা কার্যত নজির গড়ল দেশে। রবিবার দেশে প্রথম কোনও চিড়িয়াখানায় ব্রেইল বোর্ডের উদ্বোধন হয়েছে। বেশ কয়েকজন দৃষ্টিহীনকে সঙ্গে নিয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এদিন এই ব্রেইল বোর্ডের উদ্বোধন করেন।
এদিন চিড়িয়াখানার ২১টি এনক্লোজারে এমন ব্রেল কোড বসানো হয়েছে। এর পর একে একে যা বসবে দার্জিলিং চিড়িয়াখানা, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক-সহ রাজ্যের সর্বত্র। দৃষ্টিহীন বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে মন্ত্রী এদিন নিজে কথা বলে তাঁদের অনুভূতি জেনেছেন। তাঁর কথায়, “আমি তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, এতে কি কিছু সুবিধা হল? তাঁরা বললেন, এতদিন লোকে বলত, আমরা শুনতাম। কিন্তু সেটা বেশিদিন মনে থাকে না। এবার থেকে হাতে ছুঁয়ে দেখব। তাতে মনে থাকবে বেশিদিন।” নিজের ছোটবেলার কথা মনে করালেন মন্ত্রী। বললেন, “ছোটবেলায় আমাদের কোনও কিছু পড়ার সঙ্গে সঙ্গে সেটা লিখতেও বলা হত। তাতে সেটা বেশি করে মনে থাকত। চিড়িয়াখানায় দৃষ্টিহীনদের জন্য এই ভাবনার কারণও একই।”