রাজ্য বিভাগে ফিরে যান

কুড়মি সমাজের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা অনুপ মাহাতোর, তিনি কি জোড়াফুলে যাচ্ছেন?

July 16, 2024 | 2 min read

কুড়মি সমাজের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা অনুপ মাহাতোর, তিনি কি জোড়াফুলে যাচ্ছেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুড়মি সমাজের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অনুপ মাহাতো, তাঁর পদত্যাগ ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। লোকসভা ভোটে সামাজিক সংগঠন সমর্থিত প্রার্থীর হারের দায় নিয়ে তিনি ইস্তফা দিয়েছেন বলে খবর। যদিও রবিবার পদত্যাগ করার পর অনুপ বলছেন, ২১ জুলাই নতুন ভাবে পথচলা শুরু করবেন তিনি। তবে কি তৃণমূলে যোগ দিচ্ছেন এই পোড়খাওয়া কুড়মি নেতা? তবে অনুপ বলছেন, এখনই কিছু বলার সময় আসেনি। ২১ জুলাই সব স্পষ্ট হয়ে যাবে। আন্দোলনে থাকবেন বলেই জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে কুড়মিদের ঘাঘর ঘেরা আন্দোলন মঞ্চ থেকে সরে এসেছিল অনুপের সংগঠন আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ। রাজ্যের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ঘাঘর ঘেরা আন্দোলন মঞ্চের ‘দৌওদিয়াকে খৌওসিয়া’ কমিটির সম্পাদক পদ থেকে অনুপকে সরিয়ে দেওয়া হয়। কুড়মিদের জাতিসত্তার দাবিতে এককভাবে কলকাতায় রানি রাসমণি অ্যাভিনিউতে অনুপের নেতৃত্বে জমায়েত করেন নেগাচারীরা। লোকসভা ভোটে অজিতপ্রসাদ মাহাতোর নেতৃত্বাধীন আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে আলোচনার ভিত্তিতে জনজাতি সংরক্ষিত ঝাড়গ্রাম আসনে যৌথভাবে একক প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেও পিছিয়ে আসেন অনুপ। নেগাচারীদের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে লড়েন জনজাতি বেদিয়া সম্প্রদায়ের বরুণ মাহাতো। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত প্রার্থী সূর্য সিং বেসরাও জামানত রক্ষা করতে পারেননি। নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি পদ থেকে অনুপ ইস্তফা দিলেও মহামোড়ল পদে অনুপই আছেন। অনুপের দাবি, মহামোড়ল হল সামাজিক পদ।

ঝাড়গ্রামের এক অতিথিশালায় রাজ্য কমিটির বৈঠকে ডেকেছিলেন অনুপ। আদিবাসী সেখানেই নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক নন্দন মাহাতোর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। অনুপের পদত্যাগপত্র গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হন ভক্তিপদ মাহাতো।

শোনা যাচ্ছে, জাতিসত্তার দাবিতে আন্দোলনের জন্য নির্দিষ্ট পন্থায় এগোচ্ছেন অনুপ। এ জন্য অন্যান্য কুড়মি সংগঠনের সঙ্গে কথাবার্তাও চালাতে চান তিনি। অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের সঙ্গে অনুপের সম্পর্ক খুব ভালো। অনুপ তৃণমূলে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#adibasi negachari kurmi somaj, #West Bengal, #politics, #kurmi, #anup mahato

আরো দেখুন