গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে ৮০০ কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিজের কোষাগার থেকে গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে ৮০০ কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগস্ট মাসের শুরুতেই এই টাকা পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাগারে। তা ব্যবহার করা হবে গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নয়নের কাজে। তৈরি হবে নানা ধরনের নতুন পরিকাঠামো। তার সুবাদে সৃষ্টি হবে নতুন নতুন কাজের সুযোগ।
কেন্দ্র ১০০ দিনের কাজ বাবদ টাকা বরাদ্দ বন্ধ রাখায় ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে নবান্ন। পঞ্চায়েতগুলির জন্য রাজ্যের এই নয়া বরাদ্দের ফলে কর্মশ্রী প্রকল্পে আরও বেশি করে কাজ দেওয়া যাবে বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, কেন্দ্র যে একেবারে রাজনৈতিক কারণে বাংলার প্রতি বঞ্চনা করে চলেছে তা মানুষ বুঝে গিয়েছেন। আর তার ঠিক উল্টো পথেই হাঁটেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল স্তরে মানুষ যাতে সবরকম সুযোগ-সুবিধা এবং কাজ পান, সেই লক্ষ্যেই তিনি উদ্যোগ নেন। এই পদক্ষেপ তারই একটি নতুন উদাহরণ।