কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর বাকি ৮৩ দিন, কবে হচ্ছে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক?

July 17, 2024 | < 1 min read

আগামী ২৩ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এবারের দুর্গাপুজোর সমন্বয় বৈঠক। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন। দুর্গাপুজোর উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর সমন্বয় বৈঠকের জন্য মুখিয়ে থাকেন। এই বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারোয়ারি পুজো কমিটির সরকারি অনুদান, বিদ্যুতের বিল ইত্যাদি সংক্রান্ত নানা সিদ্ধান্ত ঘোষণা করেন।

মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি-সহ রাজ্যের পুলিশ, প্রশাসনের শীর্ষকর্তারা হাজির থাকেন বৈঠকে। সমন্বয় বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ কলকাতার সব ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ওসিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য লিখিত নির্দেশিকা জারি করেছেন। পাশাপাশি বৈঠকে সব ধর্মের প্রতিনিধি-সহ পুজো উদ্যোক্তারা উপস্থিত থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা থাকবেন। এছাড়াও দমকল, কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসির মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরাও থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Pujo, #durga puja, #Netaji Indoor Stadium, #durga pujo somonnoy meeting

আরো দেখুন