কেদারনাথ মন্দির থেকে উধাও ২২৮ কেজি সোনা! বিস্ফোরক অভিযোগ শঙ্করাচার্যের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেদারনাথ মন্দির থেকে উধাও ২২৮ কেজি সোনা! সোমবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরাখণ্ডের জ্যোতির্ময় পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। যা ঘিরে মোদী সরকার অস্বস্তিতে।
দিল্লির মাটিতে কেদারনাথ মন্দির নির্মাণের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের সূত্রপাত। ১০ জুলাই দিল্লিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ মন্দির নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন কেদারনাথের পুরোহিতরা। প্রতিবাদ চলছেই। সোনা উধাওয়ের বিষয়টি সামনে এসেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, কেদারনাথে সোনা কেলেঙ্কারি হয়েছে, কেন সে’প্রসঙ্গ তোলা হচ্ছে না? কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও হয়েছে। অথচ তার কোনও তদন্তই শুরু হয়নি। এর দায় কার? এখন বলা হচ্ছে দিল্লিতে কেদারনাথ বানানো হবে! এটা হতে পারে না।
স্বামী অভিমুক্তেশ্বরানন্দ উদ্ধবের সমর্থনে মুখ খোলেন। বলেন, উদ্ধব প্রতারিত হয়েছেন।উদ্ধবই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন বলেও দাবি করেন তিনি। শঙ্করাচার্য বলেন, ‘যতদিন না-পর্যন্ত উদ্ধব আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমাদের যন্ত্রণা মিটবে না।’ একই সঙ্গে তিনি জানান, যে ব্যক্তি প্রতারণার সঙ্গে যুক্ত থাকেন, তিনি কখনও হিন্দু হতে পারেন না। তাঁর কথায়, যিনি সহ্য করতে পারেন, তিনিই হিন্দু। গোটা ঘটনায় মহারাষ্ট্রের মানুষ অত্যন্ত ব্যথিত। সদ্যসমাপ্ত নির্বাচনের ফলেও ছবি স্পষ্ট।