← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের সেরা চমক কি নওশাদ সিদ্দিকি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটে দুরন্ত জয়ের পর প্রথম একুশে জুলাই, রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা জোরালো। মনে করা হচ্ছে, শহিদ স্মরণের মঞ্চেই মেগা যোগদান হতে পারে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি হয়তো ওই দিনই তৃণমূলের সামিল হতে পারেন।
একুশের বিধানসভা ভোটের আগে ধূমকেতুর মতো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উৎপত্তি হয়েছিল। বাম, কংগ্রেসের কাঁধে ভর দিয়ে জেতেন নওশাদ। কিন্তু তারপর থেকে রাজনৈতিকভাবে কিছুই করতে পারেননি তিনি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাম, কংগ্রেসের সঙ্গে তাঁর দলের জোট ভেঙে গিয়েছে। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে নিজের জেতা আসন ভাঙড়েও পিছিয়ে পড়েছেন তিনি। প্রায় চল্লিশ হাজারেরও বেশি ভোট পিছিয়ে রয়েছেন নওশাদ। কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। ফলে আসন বাঁচাতে বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে তৃণমূলে যাওয়া ছাড়া তাঁর সামনে আর পথ নেই!