লোকসভায় ভরাডুবির দায় এড়িয়ে কার কাঁধে বন্দুক রাখলেন শুভেন্দু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দায় এড়ানোর রাজনীতিকেই পন্থা হিসাবে বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী? লোকসভা ভোটে বাংলায় কার্যত মুখ থুড়বে পড়েছে বিজেপি। সায়েন্স সিটির বৈঠকে পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বললেন, তিনি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে তিনি নেই। তবে কি শুভেন্দুর নিশানায় সুকান্ত? তুঙ্গে জল্পনা।
কী কারণে বাংলায় পদ্ম পার্টির আসন কমল? ফল বেরোতেই নানান মহলে চর্চা শুরু হয়েছে। কাটাছেড়া চলছে। ফলাফল পর্যালোচনার জন্য বুধবার বিজেপি সায়েন্স সিটিতে বৈঠকে বসেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা সেখানে ছিলেন।
শুভেন্দু অধিকারী বলেন, তিনি বিরোধী দলনেতা। সংগঠনের দায়িত্ব তাঁর নেই। তা সত্ত্বেও সমস্ত বিপদে কর্মীদের পাশে দাঁড়ান বলেও জানান তিনি। বলেন, সংগঠন নিয়ে যা বলার ছিল তা দিল্লিতে সুনীল বনসলকে বলে এসেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছেন বলেও জানান।