রাজ্য বিভাগে ফিরে যান

মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি BJP যুব সভাপতির? সমাজ মাধ্যমে পোস্ট হতেই শোরগোল

July 18, 2024 | < 1 min read

মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি BJP যুব সভাপতির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার এক্স হ্যান্ডেল থেকে তিনটি পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যা রাজ্য রাজনীতিতে শোরগোল সৃষ্টি করেছে। সকাল এগারোটা নাগাদ কুণাল প্রথম একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। তাতে এক যুবককে মদ্যপ অবস্থায় উত্তর কলকাতার রাস্তায় গড়াগড়ি খেতে দেখা যাচ্ছে। ক্যাপশনে কুণাল লেখেন, “উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং কি মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল? ছবি ও ভিডিও পেলাম। ওর লোকজনই দিল। সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি কি খোঁজখবর নেবে?”

এক্সে দ্বিতীয় পোস্টে কুণাল আরও কিছু ছবি আপলোড করেন। তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষদের দেখা যায়। আরও কিছু ছবি আপলোড করেন কুণাল। একই ফ্রেমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাউন্সিলর সজল ঘোষের সঙ্গেও দেখা যাচ্ছে ওই যুবককে। পরের দুটি ক্যাপশনে কুণাল লিখেছেন, “অনেকের সঙ্গে ছবি দেখছি। ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে?”

এহেন পোস্ট ঘিরে শোরগোল পড়েছে বিজেপির অন্দরে। একের পর এক বিস্ফোরক পোস্টে যখন বিজেপিকে নিশানা করছেন কুণাল, তখন সায়েন্স সিটিতে ভোট পরবর্তী বিপর্যয়ের বৈঠকে বসেছে পদ্ম পার্টি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #youth president, #drunk, #Social Media

আরো দেখুন