রাজ্য বিভাগে ফিরে যান

IT রিটার্ন ফাইল করবেন? জেনে নিন উপায়

July 18, 2024 | < 1 min read

আয়কর রিটার্ন ফাইল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আয়কর রিটার্ন ফাইল করেছেন? ফর্ম-১৬ না-থাকলে আদৌ রিটার্ন ফাইল করা যায় কি-না, তাও অনেকে জানেন না। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য আইটিআর ফাইল করতে কী করতে হবে?

জুলাইয়ের মধ্যেই ফাইল করতে হবে। ৩১ জুলাই আইটিআর ফাইল করার শেষ দিন। ফর্ম-১৬ ছাড়া আইটিআর ফাইল করা যায়। আয়কর আইন অনুযায়ী, ফর্ম-১৬ কোনও বাধ্যতামূলক নথি নয়। আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে ফর্ম-26AS, AIS বা TIS সার্টিফিকেট পেয়ে ট্যাক্সের হিসাব করা যায়। ফর্ম-১৬ ছাড়া আইটিআর ফাইল করতে বেতনের স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক থেকে টিডিএস শংসাপত্র, বাড়ি ভাড়ার প্রমাণ এবং বিনিয়োগের প্রমাণ ও ফর্ম-26AS বা AIS বা TIS ইত্যাদি নথির প্রয়োজন পড়বে।

আয় করযোগ্য কি-না, তা গণনা করা হবে। করযোগ্য আয় গণনা হয়ে গেলে, আয়কর রিটার্ন ফাইল করা যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Income Tax Returns, #Form 16

আরো দেখুন