চলছে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট, তৈরি হতে পারে মুরগির মাংসের সঙ্কট?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ফলে মাংসের জোগানে সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের দাবি, পোল্ট্রির গাড়িগুলির উপর যে-হারে পুলিশি অত্যাচার বেড়েছে, তার প্রতিবাদে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়ে তারা।
পোল্ট্রি ফার্মগুলি থেকে উৎপাদিত মুরগি খোলা বাজারে আনেন ট্রেডাররা। রাজ্যে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আওতায় ৪,৫৫৭টি গাড়ি চলে। তাদের অভিযোগ, রাজ্যজুড়ে বিভিন্ন থানা এলাকায় পুলিশি জুলুমবাজি চলছে। সংগঠনের আহ্বায়ক গণেশ বাগের অভিযোগ, মাঝরাতে পোল্ট্রির গাড়ি দাঁড় করিয়ে, গাড়ি প্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
তাদের বক্তব্য, অকারণে পুলিশের তরফে টাকা চাওয়ার জুলুমবাজি চলবে না। টাকা না-দিতে পারলে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে রাখা হয়, তাতে ব্যবসার ক্ষতি হয় বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা। অ্যাসোসিয়েশনের বক্তব্য, যতদিন না বিভাগীয় মন্ত্রী বা প্রশাসন তাঁদের আশ্বাস দিচ্ছে, ততদিন তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন। প্রসঙ্গত, রাজ্যে প্রতি সপ্তাহে প্রায় তিন কোটি কেজি মুরগি উৎপাদন হয় এবং রাজ্যে ২ কোটি ২০ লক্ষ কেজি চাহিদার জোগান দেওয়া হয়। বাকিটা পাশ্ববর্তী রাজ্যগুলিতে দেওয়া হয়।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের কর্তা মদনমোহন মাইতি বলেন,ধর্মঘটকে তারা সমর্থন করেন না এবং ধর্মঘটের প্রয়োজন আছে বলেও মনে করেন না। পুলিশ অন্যায় করেছে। দপ্তরের সচিব পর্যায়ে গিয়েছে বিষয়টি ও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করেছে প্রশাসন। সাধারণ ক্রেতাদের বিপদে ফেলে ধর্মঘট করা উচিত নয় বলেই মত ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের।