কলকাতা বিভাগে ফিরে যান

ফের নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ বঙ্গজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা  

July 18, 2024 | < 1 min read

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও আপাতত বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ১৯-২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং  রবিবার,  ২০ এবং ২১ তারিখ, দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার পঁচাত্তর শতাংশের বেশি এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা। 

১৯ তারিখ  কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ওই দিন ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।  

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Heavy Rain, #Weather conditions, #Rain forecast in Kolkata, #Weather Update, #Rain Forecast

আরো দেখুন