BJP-র নির্বাচনী পর্যালোচনা বৈঠকে নীরব দর্শক দিলীপ! উঠছে প্রশ্ন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তথ্য, পরিসংখ্যান এবং রাজনীতিবিদেরা বলেন, বঙ্গ বিজেপির ইতিহাসে সবচেয়ে সফল সভাপতির নাম দিলীপ ঘোষ। তাঁর আমলেই বিজেপির যাবতীয় উত্থান। কিন্তু তিনিই কিনা নির্বাচনী পর্যালোচনা বৈঠকে নীরব দর্শকের ভূমিকা পালন করলেন!
লোকসভা নির্বাচনে বঙ্গে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। চার আসনের বিধানসভা উপ নির্বাচনেও খাতা খুলতে পারেনি পদ্ম শিবির, উল্টে চলে গিয়েছে জেতা তিন আসন। বুধবার ভোটে ভরাডুবির কারণ খুঁজতে রাজ্য কমিটি বর্ধিত সভা ডেকেছিল। হাজির হয়েছিলেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা। দিলীপকে কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল সেখানে।
বঙ্গ বিজেপির সভাপতি এবং দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদ খুইয়েছেন দিলীপ। এবারের লোকসভা নির্বাচনে হেরে সাংসদ পদও চলে গিয়েছে। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। জেতা আসন বদল নিয়ে খোঁচা দিয়েছেন বিশেষ এক নেতাকে। কিন্তু তা সত্ত্বেও দলের এক বৃহৎ অংশের কাছে দিলীপের গ্রহণযোগ্যতা আজও কমেনি। বুধবারের বৈঠকে তা স্পষ্ট হয়ে গিয়েছে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে দিলীপ পৌঁছতেই নেতা, সাংসদ, বিধায়কদের তাঁকে প্রণাম, নমস্কার করতে দেখা যায়। কেউ কেউ আবার জড়িয়ে ধরেন লাল মাটির দিলীপকে।
দিলীপের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা থাকলেও, একটি বাক্যও বলেননি তিনি। কার্যত নীরবই ছিলেন তিনি। সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে নীরবতার কারণ নিয়ে তিনি বলেন, তিনি বলা বন্ধ করে দিয়েছেন। কোথাও কোথাও বলছেন, তাঁকে বলতে দেওয়া হয়নি, তাই বলেননি। নেতারা বলেছেন। কথা শুনে চলে এসেছেন।
রাজনৈতিক মহলের অনুমান, দিলীপকে শীর্ষ নেতৃত্ব বা আরএসএস মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। কিন্তু নির্বাচনী পর্যালোচনা বৈঠকে দলের প্রাক্তন রাজ্য সভাপতির নীরব দর্শক হিসেব বসে থাকা অনেককেই অবাক করেছে। কয়েকদিন আগে রাজনীতি ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন দিলীপ।