খেলা বিভাগে ফিরে যান

সৌরভকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল

July 19, 2024 | < 1 min read

সৌরভ গঙ্গোপাধ্যায়, ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার মোহনবাগান রত্ন প্রদান করা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার এই নিয়ে ক্লাবে সিদ্ধান্ত হয়েছে। এমনকী একই দিনে ইস্টবেঙ্গল ক্লাবও জানিয়ে দিয়েছে, ১ অগস্ট ভারত গৌরব সম্মানও দেওয়া হবে প্রাক্তন ভারত অধিনায়ককে।

সৌরভকে সম্মান জানানো নিয়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান সমর্থকেরা বলছেন তাদের ঘোষণার পরেই ইস্টবেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে। ইস্টবেঙ্গলের সদস্য-সমর্থকদের অনেকেরই দাবি, ক্লাব এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে সেটাই বোঝানো হয়েছে। সেখানে সৌরভের সঙ্গে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারের হোয়াট্‌সঅ্যাপ চ্যাট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ২৩ জুন সৌরভ এই সম্মান নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন।

একই বছরে দুই দিনের ব্যবধানে দুই প্রধান থেকে স্বীকৃতি এর আগে বাংলার কোনও ক্রীড়াবিদ পেয়েছেন কিনা সন্দেহ। সৌরভ এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। তিনিও খুশি এই সম্মানে। তাঁর সঙ্গে লন্ডনে যোগাযোগ করে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ‘না’ করেননি সবুজ মেরুন কর্তাদের। এমনকী লাল হলুদের প্রস্তাবেও সায় দিয়েছেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #East Bengal Club, #Bharat Gaurav Award

আরো দেখুন