রাজ্য বিভাগে ফিরে যান

সমালোচনা প্রকাশ্যে নয়! এবার অর্জুন সিংহকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার

July 19, 2024 | < 1 min read

অর্জুন সিংহকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা থেকে সদ‌্য চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ব‌্যর্থ দল। তারপরই দলের মধ্যে বিদ্রোহের আগুন ও ক্ষোভ বিক্ষোভ চরমে উঠেছে। প্রকাশ্যেই দুর্বল সংগঠন ও শীর্ষ নেতৃত্বের যোগ‌্যতা নিয়ে মুখ খুলছেন বিজেপির একাধিক নেতা। প্রাক্তন সাংসদ অর্জুন সিং থেকে সাংসদ সৌমিত্র ধাঁ প্রকাশ্যে রাজ‌্য নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন। সাংগঠনিকস্তরে বদলের দাবিও তুলেছেন তারা। বৃহস্পতিবার বিজেপির অভ্যন্তরে ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকেও সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে ‘তাৎপর্যপূর্ণ’।

বাংলার ভোটে ভরাডুবির কারণ খতিয়ে দেখতে বুধবার সায়েন্স সিটিতে বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি। ওই বৈঠকের পরই বাংলায় দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “সাংগঠনিক দুর্বলতা ঠিক করতে শুধু ঘরে বসে আলোচনা করলে হবে না, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।” বৃহস্পতিবার এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, “কিছু বলার থাকলে দলের ভেতরে বলুন, মিডিয়ার কাছে কেন বার বার বলছেন।”

সুকান্ত এও বলেন, “যদি কেউ মনে করেন রাজ্য নেতৃত্বকে বলতে পারছেন না, তাহলে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে জানান। সর্বভারতীয় সভাপতিও তো সকলের সঙ্গে কথা বলেন। কিন্তু এভাবে সংগঠনের অন্দরের কথা প্রকাশ্যে বলা ঠিক নয়।” সূত্রের খবর, এরপরও যাঁরা প্রকাশ্যে সংগঠনকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Arjun singh, #sukanta majumder, #West Bengal

আরো দেখুন