রাজ্য বিভাগে ফিরে যান

বর্জ্য থেকে বাণিজ্য! কী পরিকল্পনা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের?

July 19, 2024 | < 1 min read

রিফিউজ ডিরাইভড ফুয়েল তৈরি করবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্জ্য থেকে আয়ের পথ খুঁজতে পদক্ষেপ করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রতিদিনের বর্জ্য পরিশোধন করে জ্বালানি তৈরি করতে চাইছে রাজ্য। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সোমবার, মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব রাজেশ কুমার জানান, রাজ্য চারটি মেশিন কেনার উদ্যোগ নিচ্ছে যেগুলো রিফিউজ ডিরাইভড ফুয়েল তৈরি করবে।

উল্লেখ্য, বছরে ৩ লক্ষ ১৩ হাজার টন বর্জ্য উৎপন্ন হয় এ রাজ্যে, যার মধ্যে থেকে ১ লক্ষ ৮৭ হাজার টন বর্জ্যের পৃথকীকরণ সম্ভব হয়।

আপাতত ঠিক হয়েছে, কলকাতা ও সল্টলেক পুরসভা এলাকা ছাড়া রাজ্যের আরও দু’টি জায়গায় বসানো হবে মেশিনগুলি। সব ধরনের বর্জ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আলাদা করে এবং তা থেকে আরডিএফ তৈরি করতে পারবে মেশিনগুলো। যা অর্থকরী। আরডিএফ শিল্পে ব্যবহৃত হয়। বর্জ্যের মধ্যে প্লাস্টিক মিশে থাকলে, তাও আলাদা করা সম্ভব হবে।

সুষ্ঠুভাবে প্লাস্টিক ব্যবহারের লক্ষ্যে আম জনতার জন্য একটি মোবাইল অ্যাপ আনার পরিকল্পনা করছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাড়িতে আনা প্লাস্টিক ব্যাগ বা প্যাকেটকে সাধারণত ফেলে দেওয়া হয়। তা দূষণ বাড়ায়। প্লাস্টিকগুলি জমিয়ে রেখে বিক্রি করার ব্যবস্থা থাকবে ওই অ্যাপে। ফেলে দেওয়া প্লাস্টিক আয়ের পথ হলে, তা নিয়ে মানুষ নিজের লাভের কথা ভেবেই সচেতন হবেন। প্লাস্টিকের ব্যবহার কমাতে বিভিন্ন বাজারে ১০ টাকার বিনিময়ে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #waste, #State Pollution Control Board

আরো দেখুন