একুশের মঞ্চে মেগা চমক, উপস্থিত থাকছেন অখিলেশ যাদব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশে জুলাই ‘শহিদ দিবস’ হিসেবেই পালন করে থাকে তৃণমূল। কিন্তু এ বার দিনটি একই সঙ্গে লোকসভা ভোট এবং তার পরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের ‘বিজয় দিবস’ হয়ে দাঁড়িয়েছে। এ বার তার সঙ্গেই এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা ভোটের দিশাও দেখাতে পারেন বলে মনে করছে দলের একাংশ।
এবছর ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে পারে মেগা চমক। ধর্মতলার মঞ্চে হাজির থাকতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এই মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিচারে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের অন্যতম মুখ। ফলে ধর্মতলার মঞ্চ থেকে তিনি যে পদ্ম শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেবেন তা সহজেই অনুমেয়। আর সেই কাজে অখিলেশও যে পুরোপুরি ‘দিদি’র পাশে আছেন, তা বোঝাতেই রবিবার ধর্মতলার মঞ্চে হাজির থাকবেন সমাজবাদী পার্টির নেতা। অখিলেশের সঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চে হাজির থাকবেন সমাজবাদী পার্টির সহ সভাপতি কিরণময় নন্দ। তিনি জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোটা দেশে বিজেপি বিরোধী আন্দোলনে অন্যতম নেত্রী। তাঁর এই লড়াইয়ে পাশে থাকার বার্তা দিতে আমাদের নেতা অখিলেশ যাদব কলকাতা যাবেন।’