বিনোদন বিভাগে ফিরে যান

ভারতের ‘ওয়ান্ডার বয়’ আরিয়ান জলি লস অ্যাঞ্জেলসে ‘টক অফ দ্য টাউন’

July 20, 2024 | < 1 min read

আরিয়ান জলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত তিন বছর ধরে সঙ্গীতের ময়দানে নানাবিধভাবে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন আরিয়ান জলি। বয়স সবে একুশ। ভারতের এই ‘ওয়ান্ডার বয়’ এখন লস অ্যাঞ্জেলসে ‘টক অফ দ্য টাউন’।

মিউজিক প্রোডাকশন, টপ লাইনিং, ভোকাল প্রোডাকশন থেকে মিউজিক মিক্সিং-মাস্টারিং, সবক্ষেত্রেই নিজের দক্ষতা দেখিয়ে অসংখ্য শিল্পীর প্রশংসা কুড়নোর পাশাপাশি তাঁদের আস্থাও অর্জন করেছেন তিনি। লস অ্যাঞ্জেলসের আইকন কালেক্টিভ কলেজ অফ মিউজিক-এর ছাত্র হিসাবে আরিয়ানের উজ্জ্বল সফর শুরু। যেখানে ভারতের এই বিস্ময় বালকের সঙ্গীতের উপর দখল দেখে হতবাক হয়েছিলেন অধ্যাপক থেকে মেন্টররা। যাঁরা নিজেরাও স্ব-পরিসরে যথেষ্ট জনপ্রিয়। এমন দুর্লভ প্রতিভার জন্যই একই বছরে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটো সম্মানে ভূষিত হন। আরিয়ানের হাতে ওঠে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পুরস্কার এবং ‘কোলাবরেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’।

আঠেরো বছর বয়সেই বিদেশে পাড়ি দিয়েছিলেন। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি আরিয়ানকে। যাঁর সুরের জাদুতে মুগ্ধ হয়েছেন খোদ জাস্টিন বিবার থেকে শাকিরা, ডেমি লোভাতো পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Music, #Aryan Jolly, #India

আরো দেখুন