দেশ বিভাগে ফিরে যান

মাইক্রোসফটের সমস্যার কারণে সারা বিশ্বের ব্যাঙ্কিং ব্যবস্থা হোঁচট খেলেও ভারতে তেমন কোনও সমস্যা হয়নি

July 20, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনের ব্যস্ত সময়। বিভিন্ন অফিসে সবে কাজ শুরু হয়েছে। আচমকাই সবার কম্পিউটার স্ক্রিনে নেমে এল নীল পর্দা। সঙ্গে ছোট্ট বার্তা— ‘ইয়োর ডিভাইস র্যা ন ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ।’ সঙ্গে সঙ্গে তোলপাড় গোটা বিশ্ব। শুক্রবার সকাল থেকে ভারত, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে একসঙ্গে অচল হয়ে পড়ে কয়েক লক্ষ ব্যবহারকারীর ডেস্কটপ কম্পিউটার-ল্যাপটপ। সৌজন্যে মাইক্রোসফ্টের অপারেটিং সিস্টেম উইন্ডোজে বিভ্রাট! তথ্য-প্রযুক্তি জগতের ভাষায় এই সমস্যার নাম, ‘ব্লু স্ক্রিন অব ডেথ এরর’। রিস্টার্ট করলেও সমস্যার সমাধান হয়নি। উল্টে এর জেরে বিশ্বের বিভিন্ন সংস্থার স্বাভাবিক কাজ লাটে ওঠার জোগাড়। ভেঙে পড়ে ব্যাঙ্ক, বিমানবন্দর, শেয়ারবাজার, সংবাদমাধ্যম ও বিভিন্ন সরকারি সংস্থার কাজকর্ম।

তবে সারা বিশ্বের ব্যাঙ্কিং ব্যবস্থা হোঁচট খেলেও ভারতে তেমন কোনও সমস্যা হয়নি মাইক্রোসফটের সমস্যার কারণে। শুক্রবার আরবিআই জানায়, মোটের উপর আরবিআইয়ের অধীনে থাকা ভারতের আর্থিক সেক্টর মাইক্রোসফটের এই সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, শুধুমাত্র ১০টি ব্যাঙ্ক এবং অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান সামান্য কিছু সমস্য়ার মুখে পড়েছিল। যা সহজেই মিটে গিয়েছে।

আরবিআই একটি বার্তায় জানিয়েছে, ‘মাইক্রোসফটের পরিষেবায় বড়সড় গন্ডগোলের কারণে প্রযুক্তিগত ক্ষেত্রে সমস্যা হয়েছে যার ফলে নানা ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের এক্তিয়ারে থাকা সবক্ষেত্রে এর প্রভাব কতটা পড়েছে তা যাচাই করেছে। অধিকাংশ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্লাউডে ছিল না, সামান্য কিছু ব্যাঙ্ক ClowdStrike Tool ব্যবহার করত।’

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, তাদের গোটা ব্যবস্থায় মাইক্রোসফটের সমস্যার কোনও প্রভাব পড়েনি।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র তরফেও জানানো হয়েছে দেশের পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। দেশের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে তাদের পরিষেবায় কোনও ধাক্কা লাগেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#CrowdStrike, #Microsoft

আরো দেখুন