‘২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম, শহিদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম’, X হ্যান্ডেলে বার্তা মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরে আবার চলে এল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। পাঁচ বছর পর ফের ২১ জুলাই রবিবার। এ বার দিনটি একই সঙ্গে লোকসভা ভোট এবং তার পরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের ‘বিজয় দিবস’ হয়ে দাঁড়িয়েছে। তিমধ্যেই দূরের জেলাগুলি থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী। এদিনের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, সেই দিকে এখন সব নজর।
শহিদ দিবসের আগে সভামঞ্চ পরিদর্শনে এসে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। শনিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব পরিদর্শনে তিনি কর্মীদের উদ্দেশ্যে সাবধানে সভায় আসার জন্য আবেদন করেন। তিনি বলেন, ‘এর আগে ট্রেনে করে আসার সময় আমাদের তিন-চার জন কর্মী জানালা দিয়ে মুখ বার করতে গিয়ে পোস্টে লেগে মারা গিয়েছেন। এরকম কেউ করবেন না। সড়কপথেও সাবধানে আসবেন। ড্রাইভারদের বাস আসতে চালাতে বলবেন।’
এই আবহে শনিবার এক্স হ্যান্ডেলে ২১শে জুলাই নিয়ে কিছু কথা এবং আবেদন তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘২১ জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম–এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১ জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১ জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ।’
মমতা আরও লেখেন, তিনি আরও লেখেন, ‘প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধা, ভালোবাসার সঙ্গে আমরা বীর শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ এবং দশের আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের সকলকে এদিন স্মরণ করি। একইভাবে এই দিনটিকে আমরা ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করি এবং আমাদের গণতান্ত্রিক জয়গুলি এদিন মানুষকে উৎসর্গ করি।’ ২১ জুলাই এসপ্ল্যানেডে রাজ্যবাসীকে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষ এদিনের সভা-তে উপস্থিত থাকবেন অন্যান্য বছরগুলির মতোই, আশাবাদী মমতা। তাঁর সংযোজন, ‘২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম, শহিদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম।’